দেশ

পেট্রল ও ডিজেলে দাম কমালো মহারাষ্ট্র সরকার

পেট্রল ও ডিজেলে দাম কমালো মহারাষ্ট্র সরকার। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই পেট্রল-ডিজলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস বা ভ্যাট কমাল নয়া সরকার। পেট্রলের উপর ৫ টাকা এবং ডিজেলের উপর ৩ টাকা ছাড় দিল মহারাষ্ট্র সরকার। যার ফলে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচবেন বাণিজ্যনগরীর মানুষ। প্রসঙ্গত, দেশের চার মহানগরীর মধ্যে মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছিল,পেট্রল-ডিজেল। লিটার প্রতি পেট্রলের দাম এই শহরে ১১১১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৭.২৮ টাকা৷ এই ভ্যাট ছাড়ের ফলে খুশি হবেন মহারাষ্ট্রের সাধারন নাগরিকেরা। এখন দেখার, মহারাষ্ট্রের পাশপাশি, দেশের বাকি রাজ্যগুলোতেও পেট্রল-ডিজেলের উপর প্রয়োজনীয় কর ছাড় দেয় কিনা, সেই রাজ্যের সরকার।