দেশ

পেট্রোল-‌ডিজেলে অতিরিক্ত কর বসিয়েও দায় নিলেন না, উল্টে আরও দাম বাড়বে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বেড়েই চড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু লাগামছাড়া দামবৃদ্ধির দায় নিল না কেন্দ্র‌। শনিবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘এটি একটি উদ্বেগজনক বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।’‌ তবে বিষয়টি যে তাঁর একার হাতে নেই, তাও জানিয়ে দেন তিনি। সীতারমন স্পষ্ট জানান, পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়বে।  পেট্রোল ডিজেলকে কেন জিএসটির আওতায় আনা হচ্ছে না? এই প্রশ্ন করলে তিনি বলেন, এটি সম্পূর্ণ জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত, তারা যতদিন না পর্যন্ত এই সিদ্ধান্ত নেবে ততদিন পেট্রোল-ডিজেলের উপরে জিএসটি লাগু করা যাবে না। প্রসঙ্গত, মনমোহন সরকারের আমলে ঠিক হয় আন্তর্জাতিক বাজারের ওঠানামা অনুযায়ী ঠিক হবে পেট্রোল-ডিজেলের দাম। সেই অনুযায়ী চলছিল এতদিন। মোদি সরকার লকডাউন চলাকালীন পেট্রোল-ডিজেলের ওপরে অতিরিক্ত কর বসায়। সেই সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই কম ছিল কিন্তু সেই অতিরিক্ত কর থাকায় দাম কমেনি এদেশে। তখন দাম এতটা না বাড়ায় টের পায়নি আমজনতা। এখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ায় দাম বাড়ছে পেট্রোল-ডিজেলেরও। লকডাউনের সময় যে অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছিল সেই কর আর কমায়নি কেন্দ্র। বর্ধিত কর কমালেও কিছুটা স্বস্তি পেত আমজনতা। একদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অন্যদিকে পেট্রোল- ডিজেলের ওপর কেন্দ্রের অতিরিক্ত করের জন্য লাগাতার দাম বাড়ছে পেট্রোলের। যদিও ১২ দিন লাগাতার দাম বাড়ার পর রবিবার নতুন করে দাম বাড়েনি জ্বালানির।