দেশ

১ লক্ষ কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ রাজ্যগুলিকে দিল কেন্দ্র

লক্ষ্য জিএসটি ক্ষতিপূরণের ঘাটতি মেটানো। সেজন্য গত অক্টোবর থেকে চার মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কয়েকটি সাপ্তাহিক কিস্তিতে অর্থ দিচ্ছে কেন্দ্র। এযাবৎ ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদির সরকার। পশ্চিমবঙ্গ পেয়েছে ৩ হাজার ৩০৭.৫১ কোটি টাকা। শনিবার অর্থমন্ত্রকের তরফে একথা জানানো হল। অর্থমন্ত্রকের দাবি, এবারের কিস্তির ফলে মোট জিএসটি ক্ষতিপূরণ ঘাটতির ৯১ শতাংশ টাকা মিটিয়ে দিল কেন্দ্র। ২৩টি রাজ্য ও ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলকে (দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি)১৭তম সপ্তাহের কিস্তি বাবদ ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে অর্থমন্ত্রক। এর ফলে ঋণের বিশেষ উইন্ডোর আওতায় গত অক্টোবর থেকে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াল ১ লক্ষ কোটি। জিএসটি ক্ষতিপূরণ ঘাটতির আনুমানিক ১.১০ লক্ষ কোটি টাকা মেটানোর লক্ষ্যে গত অক্টোবর মাসে ঋণের ওই বিশেষ উইন্ডো তৈরি করেছিল কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হয়ে এই বিশেষ উইন্ডোর মাধ্যমে ঋণ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের ২৩ অক্টোবর থেকে এখনও পর্যন্ত মোট ১৭ দফার ঋণগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল। চলতি সপ্তাহের ঋণ নেওয়া হয়েছে ৫.৫৯২৪ শতাংশ সুদের হারে।