কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদের চাকরিতে আর বাধ্যতামূলক নয় পিএইচডি ডিগ্রি। তবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই চাকরিপ্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET), স্টেট এলিজিবিলিটি টেস্ট কিংবা রাজ্য স্তরের এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে পারে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরিবর্তিত নয়া নিয়ম গত পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে বলে বুধবার টুইট করে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমার। ইউজিসি অনুমোদিত কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-সহ অ্যাকাডেমিক পদে নিয়োগের ক্ষেত্রে নিয়মের সংশোধন করা হয়েছে।গত ৩০ জুন এ বিষয়ে এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বিশ্ববিদ্যাল;য় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। তাতে বলা হয়েছে, ‘সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য পিএইচডি ডিগ্রি থাকা আর বাধ্যতামূলক থাকছে না। তবে আবেদনকারীকে অবশ্যই নেট, সেটি কিংবা স্লেট উত্তীর্ণ হতে হবে। ওই তিন পরীক্ষায় উত্তীর্ণ নন, এমন কাউকে সরাসরি সহকারী অধ্যাপক পদের জন্য নিয়োগ করা যাবে না।’ ইউজিসি’র নয়া নির্দেশিকায় পিএইচডি ডিগ্রি না থাকা নেট, সেট ও স্লেট উত্তীর্ণদের চাকরির দরজা খুলে গেল।