কলকাতা পুজো

জগদ্ধাত্রী ও কালীপুজোতেও বিধিনিষেধ আরোপ হোক, ফের জনস্বার্থ মামলা হাইকোর্টে

দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রীপুজো, কালীপুজো ও ছটপুজোতেও একইরকম বিধিনিষেধ আরোপ করুক কলকাতা হাইকোর্ট । আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অজয়কুমার দে। দুর্গাপুজোয় মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটিও অজয়বাবুই করেছিলেন । তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন,”আদালত, পুজো উদ্যোক্তাদের সদিচ্ছার ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে ভিড় । কিন্তু সংক্রমণ প্রতিদিন বাড়ছে । কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি । তাই বাকি যে উৎসবগুলি আছে সেগুলিতেও যাতে কোনওরকম ভিড় না হয় সেই আর্জি জানানো হয়েছে আদালতের কাছে ।” 3 নভেম্বর দুর্গাপুজো সংক্রান্ত যে মামলাটি রয়েছে সেই মামলার সঙ্গেই এই বিষয়টির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি ।