দেশ

জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, তোপ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের

পরিকাঠামো প্রকল্পের ক্ষেত্রে ব্ল্যাকমেলের হাতিয়ার হয়ে উঠেছে জনস্বার্থ মামলা। শুধু মুম্বই কিংবা দিল্লি নয়, দেশের অন্যান্য শহরেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মুম্বইয়ের ওরলিতে একটি প্লটে পরিকাঠামোগত উন্নয়নকে চ্যালেঞ্জ জানিয়ে স্থানীয় হাউসিং সোসাইটির পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এর আগে বোম্বে হাইকোর্ট ওই হাউসিং সোসাইটির জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে উল্টে আবেদনকারীদের এক লক্ষ টাকা জরিমানা করেছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই হাউসিং সোসাইটি। এ দিন মামলার শুনানিতে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘ইদানিং পরিকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে কথায়-কথায় জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। এখন জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলেদর হাতিয়ার হয়ে উঠেছে।’ হাউসিং সোসাইটির আবেদন খারিজ করে দিয়ে বোম্বে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে অবিলম্বে জরিমানার এক লক্ষ টাকা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।