দেশ

উত্তরাখণ্ডে পিথোরাগড়ে প্রায় ৬০০ মিটার গভীর খাদে পড়ে গেল জিপ, কমপক্ষে মৃত ৯

উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলার মুন্সিয়ারি ব্লকে বৃহস্পতিবার একটি গাড়ি প্রায় ছশো মিটার গভীর খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় জিপটি। ঘটনাস্থলেই নয় যাত্রীর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও এনডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন আইডি কুমায়ুন নীলেশ ভরনে। জানা গেছে, বাগেশ্বরের শামা থেকে একদল ভক্ত হোকরা মন্দির দর্শন করতে আসছিলেন। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিথোরাগড় বিপর্যয় নিয়ন্ত্রণ কক্ষের তরফে জানানো হয়েছে, নাচনি থানা পুলিশ জানিয়েছে যে মুসৌরি-হোকড়া মোটরওয়েতে সাপ্লাই গোডাউনের কাছে একটি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। নাচানি পুলিশ বাহিনী, এসডিআরএফ, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রওনা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা বাগেশ্বর তহসিলের কাপকোট, শামা ও ভানারের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে কাপকোট থেকে এসডিআরএফ ও পুলিশের দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।