শুক্রবার ফের কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে। কংগ্রেস নেতৃত্ব চাইছেন, পিকে দলে যোগ দিয়ে ২০২৪ সালের লোকসভা ভোট এবং আগামী বিধানসভা ভোটে কংগ্রেসের রণকৌশল চূড়ান্ত করুন। অন্য দিকে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। এর আগে তাঁর সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয় কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরার। তিনি দলীয় সংগঠনে অনেক কর্তৃত্ব চান। সেই ক্ষমতা বা কর্তৃত্ব কংগ্রেস নেতারা পিকেকে কতটা দেবেন, তা নিয়ে টানাপড়েন চলছে। সেই কারণেই গত বছরের শেষের দিকে তাঁদের আলোচনা ভেস্তে যায়।এবার আবার নতুন করে কংগ্রেস শীর্ষ নেতাদের সঙ্গে পিকের আলোচনা শুরু হয়েছে। পিকের ঘনিষ্ঠ মহলের খবর, তিনি ৬০০ টি স্লাইড তৈরি করেছেন, যা তিনি শুক্রবার কংগ্রেস নেতাদের দেখাবেন। কংগ্রেস নেতারা এখন পর্যন্ত সেই স্লাইড দেখে উঠতে পারেননি।