দেশ

CAA : সিএএ কার্যকর হতেই সুপ্রিমকোর্টে মামলা

সিএএ ইস্যু গড়াল সুপ্রিম কোর্টে। সিএএ-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল অসমের রাজনৈতিক দল IUML (ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লিগ) ও DYFI। মামলাকারীদের অভিযোগ, সিএএ অসাংবিধানিক ও বৈষম্যমূলক। সিএএ ঘিরে অসম উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। ইতিমধ্যেই স্টুডেন্ট অর্গানাইজেশনগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে IUML। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে।  তবে কেবলমাত্র I IUML নয়, এর পাশাপাশি আরও একাধিক সংগঠন এই মামলাতে সুপ্রিম কোর্টে ট্যাগ হওয়ার জন্য চেষ্টা করছে। দিল্লিতে ইতিমধ্যে একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল যে সিএএ সম্পর্কিত কোনও মামলা হাইকোর্টে শুনানি হবে না।