বিদেশ

সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ সারলেন প্রধানমন্ত্রী

আমেরিকা সফরের দ্বিতীয় পর্যায়ে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে পৌঁছনোর পর তাঁকে ন্যাশানাল সায়েন্স ফাউন্ডেশন ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। পরে হোয়াইট হাউসে তাঁকে নৈশভোজে স্বাগত জানান প্রেসিডেন্ট জো ও তাঁর স্ত্রী। সেখানে সৌজন্য বিনিময় হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। মোদিকে একটি ভিন্টেজ ক্যামেরা সহ আরও কিছু উপহার দেন বাইডেন। অন্যদিকে মোদির তরফ থেকেও উপহার দেওয়া হয় তাঁদের। যার মধ্যে ছিল ৭.৫ ক্যারটের একটি হিরে, চন্দন কাঠের বাক্স ও উপনিষদের ইংরেজি সংস্করণ সহ আরও অনেক কিছু। উপহারের তালিকায় ছিল বাংলার কারিগরদের তৈরি একটি রূপোর নারকেলও। পরবর্তীতে মার্কিন কংগ্রেসে যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের।