নেপালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নেপালের লুম্বিনীতে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল বলে, পবিত্র স্থানগুলির মধ্যে একটি হল এই লুম্বিনি। আজ, সোমবার বুদ্ধদেবের জন্মতিথি উপলক্ষে লুম্বিনীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেন প্রধানমন্ত্রী। লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নেপাল সফরকালে জলবিদ্যুৎ, উন্নয়ন এবং সংযোগ-সহ একাধিকক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার জন্য আলোচনা করবেন মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার আমন্ত্রণে সোমবার বুদ্ধপূর্ণিমার দিনে নেপালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে এনিয়ে মোদি পঞ্চমবার
নেপাল সফর। মোদি এবং বিজেপির শীর্ষ নের্তৃত্ব উত্তরপ্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ হ্যালিকপ্টারে নেপালে পৌছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পবিত্র বুদ্ধজয়ন্তী উপলক্ষে মায়াদেবী মন্দিরে তিনি পূজার্চনায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী ছিলেন। ভগবান বুদ্ধের পবিত্র এই জন্মস্থানে লক্ষ লক্ষ ভারতীয়ের মত শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত, বলেও জানিয়েছেন তিনি। মোদি জানিয়েছেন, পবিত্র মায়াদেবী মন্দির পরিদর্শনের পাশাপাশি লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নেপাল সরকারের পক্ষ থেকে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন। মোদির আজকের নেপাল সফর, যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এদিন কুশিনগরের উদ্দেশে রওনা হওয়ার আগে এক টুইটে মোদি লেখেন, “আসুন বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে গৌতম বুদ্ধের আদর্শ স্মরণ করে সেগুলো পালনে প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা ৷ কারণ বুদ্ধের বাণী এবং আদর্শ পৃথিবীতে আরও শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে ৷”