দেশ

‘গণতন্ত্রে হিংসার স্থান নেই’, বন্ধু ট্রাম্পের ওপর হামলায় নিন্দায় সরব মোদি

পেনসিলভেনিয়ার বাটলারে অল্পের জন্য প্রাণরক্ষা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডান কান ঘেঁষে গুলি চলে যাওয়ায় আহত হয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণনাশী হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেন মোদি। সেখানে তিনি লেখেন, ‘আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর শুনে গভীর ভাবে উদ্বিগ্ন আমি। এই হামলার কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি আমি। রাজনীতি এবং গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। আমি আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলায় যে মার্কিন নাগরিক মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’