দেশ

নরেন্দ্র মোদি ফকির নন! এফিডেভিটে প্রধানমন্ত্রী জানালেন তিনি কোটিপতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি, বিমান, স্যুট থেকে রোদ-চশমার মূল্য নিয়ে হইচই হয়। আবার তিনি নিজেকে ‘ফকির আদমি’ বলে উল্লেখ করেন। তিনি আসলে কি ফকির না ধনি? কত সম্পদের মালিক তিনি? তাঁর আয়ই বা কত? আসুন জেনে নেওয়া যাক ! এবারের লোকসভার নির্বাচনী হলফনামায় প্রধানমন্ত্রী তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির সম্পত্তির মূল্য ৩.০২ কোটি টাকা।  তাঁর ওই সম্পত্তির মধ্যে ২কোটি ৮৬ কোটি টাকার ফিক্সড ডিপোডিট রয়েছে স্টেট ব্যাঙ্কে। অন্যদিকে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। বারাণসী ও  গান্ধীনগরের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে  রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। এর পাশাপাশি  প্রধানমন্ত্রীর ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট রয়েছে ৯ লক্ষ ১২ হাজার টাকার। ৪টি আংটি রয়েছে যার মূল্য ২ লক্ষ ৮৬ হাজার টাকা।  কোনও বাড়ি, গাড়ি ও জমি নেই। ২০১৮-১৯ সালে প্রধানমন্ত্রীর আয় ছিল ১১.১৪ লাখ টাকা। ২০২২-২৩ সালে ওই আয় ছিল ২৩.৫৬ লাখ টাকার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ার ইন্ডিয়া ওয়ান নামে যে বিশেষ বিমানে তিনি আকাশ পথে ভ্রমণ করেন, তার মূল্য সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি। ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করার সময় তাঁর পরণে যে স্যুটটি ছিল, তার দাম ছিল ১০ লক্ষ টাকা, যা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। এমনকি, তাঁকে ১.৪ লক্ষ টাকা মূল্যের রোদ-চশমাও পরতে দেখা গিয়েছে। আবার প্রকাশ্য জনসভাতেই তিনি নিজেকে ‘ফকির আদমি’ বলে উল্লেখ করেছেন বার বার।