পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে শনিবার গোটা দিন উত্তপ্ত থাকে জাতীয় রাজনীতি৷ বাজেট অধিবেশনের আগে পেগাসাস নিয়ে নতুন অস্ত্র পেয়ে কেন্দ্রকে চেপে ধরতে একজোট হচ্ছে বিরোধীরা৷ ফোনে আড়ি পাতা বিতর্কের মধ্যেই এদিন সন্ধ্যায় ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত-ইজরায়েল সম্পর্কের তিরিশ বছর পূর্তি উপলক্ষে বন্ধু দেশকে বিশেষ ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর৷ এদিন তিনি বলেন, ‘ইজরায়েলের বন্ধুদের আমার নমস্কার৷ দুই দেশের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷ ৩০ বছর আগে আজকের দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ রূপে স্থাপিত হয়েছিল৷ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল৷ অধ্যায় নতুন ছিল, কিন্তু দুই দেশের ইতিহাস অনেক পুরনো৷ দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বরাবরই ছিল৷’