বিদেশ

জি-৭ সামিটে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী মোদি

জি-৭ সামিটে যোগদানের জন্য ইতালি পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমন্ত্রিত দেশ হিসাবে জি-৭ সম্মেলনে এবার অংশ নিল ভারত ৷ প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে পঞ্চমবার এই সামিটে অংশ নিলেন তিনি ৷ এই সফরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তাঁর ৷ আর ইতালি যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জানান, এই সম্মেলনের নজর থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরের দিকে ৷ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউরোপের দেশটিতে রওনা হওয়ার আগে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ১৩ থেকে ১৫ জুন ইতালির আপুলিয়া প্রদেশের বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ শীর্ষ সম্মেলন ৷ ইউক্রেনের যুদ্ধ এবং গাজার সংঘাত সম্মেলনে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। মোদি ইতালি সফরের আগে বলেন, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে আমি ১৪ জুন জি-৭ আউটরিচ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইতালির আপুলিয়ায় যাচ্ছি ৷”