চার রাজ্যের বিধানসভা আসনের মধ্যে তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। এরপর থেকেই নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই এই জয়ের পর কী প্রতিক্রিয়া থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, তিনি কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল গোটা দেশের। এদিন নিজের বার্তায় নারী, যুবক, কৃষকদের বিশেষ বার্তা দিয়েছেন। মঞ্চে উঠেই নতজানু হয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রীমোদি। তিনি বলেন, ‘আজ ‘সব কা সাথ সবকা বিকাশের’ ভাবনা জিতেছে। আজ সততা জিতেছে। সমস্ত ভোটারদের প্রনাম করি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মানুষ বিজেপিকে ভালোবাসা দিয়েছে। তেলঙ্গানাতেও বিজেপির প্রতি সমর্থন প্রতিনিয়ত বাড়ছে। আমাদের সকলের সৌভাগ্য যে এত ভালোবাসা পেয়েছি, বিশ্বাস পেয়েছি। এরপর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আজও আমার মনে এই ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে দেশকে জাতি দিয়ে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। আমি বলেছিলাম ৪ জাতি আমার জন্য সবথেকে বড়। নারী, যুবক, কৃষক এবং গরিব পরিবাররা আমাদের উপর ভরসা রেখেছে। এই চার জাতিকে শক্ত করলেই দেশ শক্ত হবে। এই চার জাতিই বিজেপির উপর ভরসা রেখেছে। এই
জয়ে মহিলারা নিজেদের জয় দেখছেন।’ তিনি বলেন, ‘আজকের হ্যাট্রিক ২৪-এর হ্যাট্রিককে নিশ্চিত করেছে। অনিয়ম, তোষণ এবং পরিবারতন্ত্র নিয়ে সাধারণ মানুষ জিরো টলারেন্স নীতি নিয়েছে। কেন্দ্র সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষ সমর্থন করছে।’ সরাসরি উল্লেখ না করেও এজেন্সি রাজনীতির দাবি করা সমস্ত রাজনৈতিক দলগুলিকে সপাট জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্নীতি বিরুদ্ধে মানুষ ভোটবাক্সে জবাব দিয়েছে।’ নাম না করে INDIA জোটকেও নিশানা করেছেন মোদি। তিনি বলেন, ‘যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে জোট বাঁধছে তাদের জবাব দেবে মানুষ।’ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, ‘আপনার স্বপ্ন আমার সংকল্প। আপনাদের স্বপ্ন পূরণ আমাদের সংকল্প, তপস্যা। আজ গ্রামে গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছেছে। সমস্ত গরিব মানুষকে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রত্যেকবাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। আজ দেশ এগিয়ে যাচ্ছে। পিছনে হঠতে আমি শিখিনি।’ এদিন ভারতের উন্নয়নের কথা শোনা যায় প্রধানমন্ত্রী মোদির কণ্ঠে। ‘মোদির গ্যারান্টি’ দেশের সফলতার গাড়ি হবে বলেও জানান নমো। তিনি আরও বলেন, ‘যেখানে সকলের গ্যারান্টি শেষ হয়। সেখানে মোদির গ্যারান্টি শুরু হয়।’