বিদেশ

নিউইয়র্কে ফের বৈঠক মোদি-জেলেনস্কির

ফের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ভারত কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি চায় ৷ প্রেসিডেন্ট জেলেনস্কিও সোশাল মিডিয়ায় লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবছরের তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক হল ৷” ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জেলেনস্কির সাক্ষাৎ হয় ৷ তিন মাসের মধ্যে তিন বার দেখা হল দুই রাষ্ট্রনেতার ৷