দেশ

কোভিডের নয়া ভ্যারিয়ান্ট নিয়ে সতর্ক হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনবহুল এলাকায় মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সবাইকে বুস্টার ডোজ নিতেও বলা হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যে যে সিদ্ধান্ত হয়েছিল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তার অতিরিক্ত কিছু হয়নি। ওই বৈঠকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানানো হলেও সাবধানতার যে মার নেই, তা বোঝাতে বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্য ও সংসদ সদস্য মাস্ক পরে আসেন। মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা বোঝানো হলেও সরকারের পক্ষ থেকে এখনো তা বাধ্যতামূলক করা হয়নি। বুস্টার ডোজ নেওয়ার কথাও বারবার বলা হচ্ছে, যদিও সে বিষয়ে কড়াকড়ি কোনো নিয়ম এখনো জারি করা হয়নি।