দেশ

করোনা আবহে আশার আলো যোগ: প্রধানমন্ত্রী

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। দেশের সর্বত্র পালিত হচ্ছে যোগ দিবস। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনা আবহেই পালিত হচ্ছে যোগ দিবস। যোগের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। দুঃখকে বিয়োগ করার পথই হল যোগ। মারণ ভাইরাস করোনা মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিল না, করোনা আবহে আশার আলো যোগ। এই কঠিন সময়ে যোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে মানুষের। প্রার্থনা করি যেন গোটা বিশ্ব যেন সুস্থ হয়ে ওঠে। করোনার বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব। আর এইসময়ে হাসপাতালগুলিতে যোগাসন করিয়ে অনেকটাই সুফল মিলছে।’‌ এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‌যোগব্যায়ামের প্রচুর উপকারিতা রয়েছে। বিভিন্ন রোগ সারিয়ে তুলতে পারে যোগাসন। যোগাসনের ফলে মানুষ সুস্থ থাকেন। যোগাসন করার ফলেই সংযমী হয়ে উঠছে মানুষ। সুস্থ থাকলেই সাফল্য আসবে। সুস্থ থাকাই তো সবচেয়ে বড় ভাগ্য। যোগাসন করলেই সুস্থ থাকা যায়। স্কুলে স্কুলে যোগ শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি এও জানান, অনলাইন ক্লাস চলাকালীন শিশুদেরকেও যোগব্যায়াম করানো হচ্ছে। হাসপাতালগুলিতেও নিয়মিত যোগাসন করানো হচ্ছে। যোগাসনের উপকারিতা নিয়ে সারা বিশ্বে আরও প্রচার করতে হবে।’‌

https://www.facebook.com/narendramodi/videos/133574985530563