জেলা

বাংলায় বিজেপি-র এমন ঢেউ চলছে যেখানে দিদির গুন্ডাদের ভয় কিনারায় চলে গেছেঃ মোদি

বাংলায় ভোটপ্রচারে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভা করেন তিনি। যদিও এদিন আশানরূপ লোক হয়নি। সেখান থেকে মোদি ফের দাবি করেন, আগামী ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর বাংলায় বিজেপি সরকার আসবে। তার পরেই রাজ্যে বিকাশ ও প্রগতির কাজ শুরু হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। মোদীর বলেন, ”দ্বিতীয় দফার নির্বাচনেই দিদির চলে যাওয়া নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে লাইন দিয়ে বিজেপি-কে ভোট দিয়েছে। তৃতীয় দফায় ভাল ভোট হচ্ছে। বাংলায় বিজেপি-র এমন ঢেউ চলছে যেখানে দিদির গুন্ডাদের ভয় কিনারায় চলে গিয়েছে।” মোদী মঙ্গলবার বলেন, ”দিদি ইদানীং প্রশ্ন করছেন, বিজেপি কি ভগবান যে বলছে দ্বিতীয় দফার নির্বাচনে তারা জিতে গিয়েছে? আমি দিদির উদ্দেশে বলতে চাই, আমরা সাধারণ মানুষ। আমরা দেশের সেবায় নিয়োজিত। নির্বাচনে কে হারছে কে জিতছে সেটা প্রমাণ করার জন্যে ভগবানকে কষ্ট করতে হয় না। জনগণকে দেখলেই বোঝা যায় কে হারছে আর কে জিতছে। পরিবর্তনের হাওয়া কোন দিকে বইছে, আপনার রাগ আপনার ক্ষোভ এবং ব্যবহার দেখলেই একটি বাচ্চাও বলে দিতে পারবে দিদি আপনি নির্বাচন হেরেছেন।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন ”কোচবিহারে এসে আমি আপ্লুত আপনারা যে ভালবাসা আমায় দিচ্ছেন ২ মে জেতার পর উন্নয়নের সুদ হিসেবে আমি তা পরিশোধ করব।” মমতার উদ্দেশে তিনি বলেন, ”আপনাকে প্রতি দিন বলতে হচ্ছে যে, আপনি নন্দীগ্রাম জিতছেন। নন্দীগ্রামে নির্বাচনের দিন পোলিং বুথে আপনি যে খেলা করেছেন, যে কথা বলেছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনি হেরে গিয়েছেন। যখন আপনার দল ঘোষণা করে দিয়েছে আপনি বারাণসী থেকে লোকসভা নির্বাচন লড়বেন, তখন যে কোনও মানুষই বুঝতে পারবে বাংলা থেকে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। আপনাকে রাজনীতি করতে হলে বাংলার বাইরে গিয়ে করতে হবে।” মোদি এও বলেন, ”যখন আপনার দল ক্ষমতায় এসেছিল তখন সেই ইভিএম আপনাকে সাহায্য করেছিল। কিন্তু এখন সেই ইভিএম-এর উপরেই আপনার সন্দেহ। আপনি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন। অর্থাত্‍ আপনার খেলা শেষ। যে কেন্দ্রীয় বাহিনী আপনি নিজেই চাইতেন এখন সেই বাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করছেন। কেন্দ্রীয় বাহিনীর বদনাম করার চেষ্টা করছেন।”