আগামী কাল মঙ্গলবার কেরলের কোচিতে চালু হচ্ছে ভারতের প্রথম ওয়াটার মেট্রো। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি আধিকারিকরা জানিয়েছে, আর্থিক উন্নয়ন ও পর্যটনেও নয়া মাত্রা যোগ করবে ওয়াটার মেট্রো। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, বন্দর শহরে এই পরিষেবা চালু করতে খরচ পড়েছে ১ হাজার ১৩৬ কোটি ৮৩ লক্ষ টাকা। কোচির সঙ্গে আশপাশের ১০টি দ্বীপের সংযোগ রক্ষা করতে ৭৮টি ইলেকট্রিক বোট রয়েছে। থাকছে ৩৮টি টার্মিনাল। প্রথম ধাপে হাইকোর্ট-ভাইপিন থেকে ভাইতিলা-কাককানাদ টার্মিনাল পর্যন্ত পরিষেবা মিলবে।