দেশ

PM Narendra Modi : কোমরে মুয়ুরের পালক বেঁধে স্কুবা ড্রাইভিং করে প্রধানমন্ত্রীর দ্বারকা দর্শন

দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের দ্বারকায় অবস্থিত সেতুটি ওখার সঙ্গে বেইট দ্বারকাকে যুক্ত করেছে। যা নতুন এবং পুরনো দ্বারকার মধ্যে সংযোগ তৈরি করেছে। ২.৩২ কিমি দীর্ঘের সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। এদিন দ্বারকা গিয়ে স্কুবা ডাইভিংও করলেন প্রধানমন্ত্রী। মনে করা হয়, দ্বারকা শহরের ধ্বংসাবশেষ এখনও সমুদ্রের নীচে নিমজ্জিত রয়েছে। স্কুবা ড্রাইভিং এর মধ্যে দিয়ে জলের তোলায় ডুব দিয়ে দ্বারকার সেই ধ্বংসাবশেষই দেখতে গিয়েছিলেন মোদি। নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই দুর্দান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নমো। লিখেছেন, ‘এ এক ঐশ্বরিক অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রী কৃষ্ণ আমাদের সকলের মঙ্গল করুন’। সেই সঙ্গে তাঁ স্কুবা ড্রাইভিং করার কিছু ছবিও তুলে ধরেছেন। পরনে গেরুয়া পাঞ্জাবি তার উপর চাপানো  গেরুয়া মোদি কোট। জলের তলায় দ্বারকার দর্শনে যাওয়ার জন্যে কোমরে বেঁধেছেন মুয়ুর পালক।