কলকাতা

উদ্বোধনের পরই গঙ্গার নিচে প্রথম মেট্রো সফরে প্রধানমন্ত্রী মোদির

আজ, বুধবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নয়া রুটের মেট্রোর উদ্বোধন করেন তিনি। এর পরই প্রায় ৫০০ স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরে প্রধানমন্ত্রী মোদি। তাদের সঙ্গে গল্প করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। খোদ মোদিকে পাশে পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরাও। পড়ুয়াদের জন্য ছিল বিশেষ স্মারকও। গঙ্গার তলা দিয়ে জুড়ে গলে কলকাতা ও হাওড়া। মাত্র আট মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়া থেকে এসপ্ল্যানেড। পাশাপাশি নিউ গড়িয়া-রুবির মধ্যে মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণেরও সূচনা হচ্ছে মোদির হাতেই। রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও শহরতলিকে জুড়তে এই সমস্ত মেট্রো প্রকল্পগুলোর কাজ শুরু করেন। সেই প্রকল্পের উদ্বোধনে অবশ্য় উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সি ভি আনন্দ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েই গঙ্গার নিচের মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।