দেশ

সাধারণ মানুষ সাংসদদের কাছে কাজ আশা করেন, স্লোগান নয়, প্রথম অধিবেশনের আগে বার্তা মোদির

প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্বাবধানে সোমবার বেলা ১১টা থেকে শুরু হবে জয়ী সাংসদদের শপথ গ্রহণ। সোমবারই শুরু হয়েছে মোদি সরকারের তৃতীয় দফা জয়ের পর প্রথম লোকসভা অধিবেশন। অর্থাৎ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এদিকে গত কয়েকদিনে দেশের রাজনীতি উত্তাল নিট-নেট পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ইস্যুতে। এছাড়া গত কয়েকদিনে ট্রেন দুর্ঘটনাসহ একাধিক বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলে একথা বারবার বলা হয়েছে, একাধিক ইস্যুতে প্রথম অধিবেশন থেকেই সুর চড়াবে ইন্ডিয়া জোট। তবে অধিবেশনের আগে তাদের উদ্দেশেই যেন বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিরোধিরা দফায় দফায় সুর চড়ানোর আগেই মোদি বললেন, সাধারণ মানুষ সাংসদদের থেকে কাজ চায়, স্লোগান বা ঝামেলা নয়। নয়া সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর পূর্ন আস্থা রয়েছে, সাংসদরা সাধারণ মানুষের আশা পূরণ করবেন। তিনি আরও বলেন, দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন।তবে সাধারণ মানুষ সংসদে সাংসদদের কাছে কাজ, আলোচনা এসব আশা করেন, ঝামেলা বা স্লোগান নয়। বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘এতদিন পর্যন্ত বিরোধীদের অবস্থান ছিল হতাশাজনক।’ তবে তাঁর আশা, এবার বিরোধীরা নিজেদের ভূমিকা যথাযথ পালন করে গণতন্ত্রের মর্যাদা বজায় রাখবে। উল্লেখ্য, এবার এক দশক পর সংসদে বিরোধী দল হিসেবে উঠে এসেছে হাত শিবির। নির্বাচনের আগে থেকেই বিজেপি বিরোধিতায় একসঙ্গে লড়ছে বিরোধী জোট ইন্ডিয়া। অধিবেশনে সরকারের বিরোধিতায় একাধিক ইস্যুতে বিরোধী জোট সুর চড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।