দেশ

ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেল গুজরাতের ঐতিহ্যবাহী গরবা নাচ, শুভেচ্ছা জানালেন মোদি

ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে ঐতিহ্যবাহী গরবা নাচ। এরপরেই গরবার তালে পা মেলালেন নিউ ইয়র্কের প্রবাসী ভারতীয়রা। প্রবল শীতকে উপেক্ষা করে টাইমস স্কোয়ারে গরবা পরিবেশনে মেতে উঠলেন তারা। তাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মার্কিনীরাও। চলতি সপ্তাহের প্রথম দিকে আফ্রিকার দেশ বতসোয়ানে বসেছে রাষ্ট্রসংঘের অধীনস্থ সংস্থা ইউনেস্কোর ১৮ তম অধিবেশন। গুজরাটের ঐতিহ্যবাহী নাচ গারবা-কে দেওয়া হয় স্বীকৃতি। সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ইউনেস্কোর হেরিটেজের তালিকা গরবা ছিল ভারতের ১৫ তম অন্তর্ভুক্তি। বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে গরবা নাচ পরিবেশন করা হয়েছিল। নাচের সঙ্গে পরিবেশন করা হয়েছিল সঙ্গীতও। নানা রংয়ের পোশাক পরে মহিলা ও পুরুষরা অংশগ্রহণ করেন। এই নাচ দেখতে অত্যুৎসাহী ভিড় ছিল প্রচুর। অনেককে এই দৃশ্য নিজেদের মোবাইল বন্দি করে রাখতে দেখা যায়। গরবাকে ইউনেস্কো তালিকা ভুক্ত করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোসাল মিডিয়া একটি পোস্টে তিনি গরবাকে জীবন, ঐক্যের নিদর্শন বলে উল্লেখ করেছেন।