আর বেশ কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই চাঁদের ওপর সফল ভাবে পা রাখতে চলেছে ইসরোর চন্দ্রায়ন ৩ যান। আর এই অপেক্ষার সময় যেন কাটছে না কোনমতেই। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এখন দক্ষিণ আফ্রিকায় ৷ এদিকে, বুধবার সন্ধ্যায় চাঁদের পিঠে নামবে চন্দ্রযান-৩ ৷ বিদেশ এই ঘটনার সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী ৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের মতে, চাঁদের দক্ষিণ অংশে অবতরনের জন্য প্রস্তুত চন্দ্রায়ন ৩ এবং এই সফট্ ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় ০৬.০৪ মিনিটে।
