দেশ বিজ্ঞান-প্রযুক্তি

‘মহাকাশ থেকে ভারত অনেক সুন্দর আর বড় দেখায়’, প্রধানমন্ত্রী মোদিকে জানালেন শুভাংশু শুক্লা  

পৃথিবীর মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করলেন, মহাকাশ থেকে পৃথিবীটা দেখতে কেমন? ভারতকে কেমন দেখতে লাগছে? আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসতে ভাসতে শুভাংশু উত্তর দিলেন, ‘ভারতকে সত্যিই খুব দুর্দান্ত দেখাচ্ছে, দেখতে অনেক বড়, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়ে অনেক বড়…।’ অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট শুভাংশু শুক্লা ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয়। যদিও আন্তর্জাতিক স্পেস সেন্টারে পা রাখা প্রথম ভারতীয় তিনি। বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন শুভাংশু। আজ, রবিবার শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, ‘আপনার নাম মে ভি শুভ হ্যায় অর আপকি যাত্রা নয়া যুগ কা শুভরম্ভ ভি হ্যায় (আপনার নামেও শুভ শব্দটি রয়েছে এবং আপনার এই যাত্রার জন্য আমাদের দেশে একটি নতুন যুগের শুরু।’ শুভাংশু-এর এই মহাকাশযাত্রা দেশের জন্য কতটা গর্বের সে কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, ‘এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ১৪০ কোটি ভারতীয়ের অনুভূতি আমার সঙ্গে সংযুক্ত। আমি এখানে দাঁড়িয়ে প্রতিটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করছি। আপনি আমাদের জাতীয় পতাকা মহাকাশে নিয়ে গিয়েছেন। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’ মহাকাশ থেকে গোটা বিশ্বকে দেখতে কেমন লাগছে? কৌতূহলবশত সে কথাও জানতে চান মোদী। শুভাংশু বলেন, ‘বাইরে থেকে পৃথিবীটা দেখার পর যে বিষয়টি প্রথম মাথায় এসেছে সেটা হলো পৃথিবী সম্পূর্ণরূপে এক দেখায়। বাইরে থেকে কোনও সীমান্ত দেখা যায় না। কোনও রাষ্ট্র নেই, কোনও দেশ নেই। আমরা সকলেই মানবতার অংশ এবং পৃথিবী আমাদের একটাই ঘর এবং আমরা সকলেই এতে আছি। যখন আমি প্রথমবার ভারতকে দেখেছি, তখন সত্যিই খুব দুর্দান্ত দেখাচ্ছে। দেখতে অনেক বড়, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়ে অনেক বড়…।’