দেশ

৫ তারা হোটেলে রাজনৈতিক নেতার সঙ্গে গোপন বৈঠক, ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ছাত্র সমাজের সায়ন লাহিড়ি

 নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজ সংগঠনের অন্যতম প্রধান মুখ সায়ন লাহিড়িকে গ্রেফতার করল পুলিশ৷ গতকালই তাঁকে আটক করা হয়৷ আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ আজই সায়নকে আদালতে পেশ করা হবে৷ পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানের নামে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের অভিযোগেই সায়ন লাহিড়িকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে৷ নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজ সংগঠন নিজেদেরকে অরাজনৈতিক বলেই দাবি করেছিল৷ যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, এই সায়ন লাহিড়ির সঙ্গে বিজেপি, আরএসএস-এর সক্রিয় যোগ রয়েছে৷ সায়নের রাজনৈতিক পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে পুলিশও৷ নবান্ন অভিযানের আগে এই সায়ন লাহিড়ি শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে সায়ন গোপন বৈঠকও করতে গিয়েছিলেন বলে দাবি করে পুলিশ৷ নবান্ন অভিযানে তুমুল অশান্তির পরেই  পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, আদৌ এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা যুক্ত কি না৷ পুলিশের পক্ষ থেকে দেড়শোর কাছাকাছি বিক্ষোভকারীকে আটকও করা হয়৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ১১টি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়৷ তার পরেই আটক করা হয় সায়ন লাহিড়িকে৷