জেলা

ভাঙড়ে অশান্তির মূল অভিযুক্ত আইএসএফ কর্মী পুলিশের জালে

পঞ্চায়েত ভোট পর্বে আইএসএফের তাণ্ডবে বার বার অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। আর ওই অশান্তির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। উল্লেখ্য, নওশাদের দলের হয়ে পঞ্চায়েত ভোটে জিতেছিলেন ধৃত ওহিদুল। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মনী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে ভাঙড়। মনোনয়ন পর্বে বোমাবাজি, গুলি চালানো থেকে শুরু করে কিছুই বাদ যায়নি। দু’পক্ষের সংঘর্ষে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হযেছিল। এমনকি ভোটের ফল ঘোষণার দিন রাতেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ওই গুলিতে গুরুতরভাবে জখম হন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। পাল্টা গুলি চালায় পুলিশ। ওই গুলিতে প্রাণ হারান তিনজন। ভাঙড়ে লাগাতার অশান্তি বাঁধানোর ঘটনায় পুলিশ দীর্ঘদিন ধরেই আইএসএফ বিধায়ক নওশাদ সিওদ্দিকির ডান হাত হিসেবে পরিচিত ওহিদুল ইসলামকে খুঁজছিল। অবশেষে মঙ্গলবার গোপন সূত্রে কাশিপুর থানার পুলিশ জানতে পারে, দত্তপুকুরে দলের রাজ্য সম্পাদক বিশ্বজি‍ৎ মাইতির বাড়িতে লুকিয়ে রয়েছেন ওহিদুল। রাতেই দত্তপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আইএসএফের রাজ্য সম্পাদকের বাড়িতে হানা দিয়ে ভাঙড় অশান্তির মূল অভিযুক্তকে গ্রেফতার করে।