জেলা

লুকিয়েও শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, পুলিশের জালে এক সিপিএম নেতাও

অবশেষে গ্রেফতার কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। কুলতলির ঝুপড়িঝাড়ার বানিরধল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা মান্নান খানকেও। সিপিএম নেতার মাছের ভেড়ির আলা ঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। জানা গিয়েছে, মাছের ভেড়ির ওই আলা ঘরেই লুকিয়ে ছিল সাদ্দাম। কুলতলী থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে বুধবার রাত্রে ভেড়ি ঘিরে আলা ঘর থেকে গ্রেপ্তার করে সাদ্দাম ও মান্নানকে। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পগনার কুলতলিতে নকল সোনার কারবার চলছে বলে বেশকিছুদিন ধরেই খবর আসছিল পুলিশের কাছে। এরপরই তদন্তে নামে পুলিুশ। অভিযোগ, পুলিশ ওই গ্রামে গেলে পুলিশের উপর চড়াও হয় সাদ্দামের লোকজন। এমনকী সেই সময় সাদ্দামের ভাই গুলি চালায় বলেও অভিযোগ। পরে বিরাট পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। ততক্ষণে অবশ্য পালাতে সক্ষম হয় সাদ্দাম ও তার সহযোগীরা। এরপর সাদ্দামের বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখানে সাদ্দামের খাট সরাতেই নজরে আসে এক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ পাশের খালের সঙ্গে যুক্ত। ওই সুড়ঙ্গ দিয়েই সাদ্দাম ও তার ভাই পালিয়েছে বলে অনুমান করেন তদন্তকারীরা।