জেলা

মালদায় তৃণমূল নেতা খুন কাণ্ডে ধৃত ৫, উদ্ধার সুপারির ১০ লক্ষ টাকা

তৃণমূল নেতা দুলাল সরকার খুনে সুপারি কিলাররাই জড়িত, বৃহস্পতি থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাঁচজনকে ধরার পর এমনটাই মনে করছে পুলিশ ৷ যে পাঁচজনকে ধরা হয়েছে, তাঁদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা ৷ বাকি তিনজন মালদা জেলারই ৷ পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করে নিয়েছে যে ১২ লাখ টাকায় তাঁদের সঙ্গে খুনের ডিল হয়েছিল ৷ তবে কে বা কারা এই খুনের সুপারি দিয়েছিল, তা তাঁদের জানা নেই ৷ তাঁরা শুধু ভাড়াটে খুনি হিসাবে নিজেদের কাজ করেছেন ৷জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ডিলের ১২ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করা গিয়েছে ৷ তবে কে বা কারা খুনের পরিকল্পনায় জড়িত, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ এক্ষেত্রে পুলিশের রাডারে উঠে আসছে একাধিক নাম ৷ তার মধ্যে কিছু রাঘব বোয়ালের নামও রয়েছে বলে খবর ৷ বৃহস্পতিবার সকালে ঘটনার পরই সিসিটিভির ফুটেজ প্রতিটি থানায় ছড়িয়ে দেওয়া হয়েছিল ৷ তাতেই ধরা পড়ে দুই দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, তাঁরা দুলালবাবুকে খুন করার পর কাছেই রেলগেট পেরিয়ে পাড়ার রাস্তা ধরে রথবাড়ি এলাকায় ওঠেন ৷ রেলগেটের কাছে একজন নিজের জ্যাকেট ও জুতো খুলে ফেলেন ৷ রথবাড়ি পেরিয়ে মানিকচকের দিকে যাওয়ার পথে বাগবাড়ি এলাকায় একটি জঙ্গলের মধ্যে নিজেদের মোটর বাইকটিও ফেলে দেন ৷ সেখান থেকে বাস ধরে তাঁরা মানিকচক চলে যান ৷ উদ্দেশ্য ছিল, গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে চলে যাওয়া ৷ গঙ্গার ঘাটেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন ৷পরে তাঁদের ফেলে যাওয়া বাইক, জুতো ও জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ ৷ দুলালবাবুর গাড়ির চালক যে কোম্পানির বাইকের কথা পুলিশকে জানিয়েছিলেন, সেই কোম্পানিরই মোটর বাইক উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীর নাম মহম্মদ সামি আখতার ও টিংকু ঘোষ ৷ ২০ বছরের সামির বাড়ি বিহারের কাটিহার জেলার কানহারিয়া এলাকায় ৷ টিংকু মালদা শহর সংলগ্ন যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার বাসিন্দা ৷ তাঁদের জেরা করে বিহার থেকে আরও এক দুষ্কৃতীকে আটক করা হয়েছে ৷ এদিন তাঁকে বিহার থেকে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়েছে ৷ দুপুরে তাঁকে নিয়ে ইংরেজবাজারের উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ ৷ এছাড়াও মালদা শহরের মহানন্দা পল্লি ও কুলদীপ মিশ্র কলোনির আরও দুই যুবককে এই ঘটনায় আটক করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ৷ এদিকে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দুলালবাবুর মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয় ৷ তাঁর শরীরে মোট সাতটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তিনটি গুলি মাথার পিছনে একই জায়গায় করা হয়েছিল ৷ একটি গুলি উদ্ধার হয় পিঠের উপরের অংশ থেকে ৷ দু’টি গুলির ছিদ্র পিঠের নীচের অংশে পাওয়া গেলেও কার্তুজ পাওয়া যায়নি ৷ ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, ওই দু’টি গুলি শরীরে লাগার পর অন্যদিকে ছিটকে গেলেও যেতে পারে ৷