জেলা

আসানসোলে পুলিশের উপর হামলা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার

বিক্ষোভ এবং জনরোষের খবর পেয়ে পুলিশ গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। গ্রামবাসীদের পালটা ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের উপরেই। ভাঙচুর করা হলো পুলিশের বেশ কয়েকটি গাড়ি। মারধর করা হল পুলিশকে। ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আসানসোল উত্তর থানার অন্তর্গত ভানোরা খোলামুখ খনি ও ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে। শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ খবর পায় আসানসোলের ব্লু ফ্যাক্টরি ও ভানোরা খোলামুখ খনি সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং কোনও কারণে তারা জমায়েত হয়েছে। বিষয়টির খবর পেয়েই দায়িত্বপ্রাপ্ত পুলিশ ভ্যান সেখানে যায়। কিন্তু পুলিশ ভ্যান দেখতে পেয়েই গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ে পুলিশের উপর। পুলিশের গাড়িটিকে ভাঙচুর করা হয় এবং ওই গাড়িতে থাকা পুলিশকর্মীদের মারধর করা হয়। পুলিশের গাড়িতে থাকা এক সিভিক ভলেন্টিয়ার এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।