ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। উদ্ধার হয়েছে প্রচুর গয়নাও। রবিবার হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোথা থেকে এত টাকা এলো তার তদন্তে নেমেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আর সেই তল্লাশিতে হদিশ মেলে বিপুল পরিমাণ টাকার। ওই গাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রচুর গয়নাও। সেগুলির মধ্যে রয়েছে সোনা, রুপো এবং হিরের গয়না। জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ হাওড়ায় শিবপুরে তদন্ত চালায়। বিষয়টি নিয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ শিবপুর থানার সঙ্গেও যোগাযোগ করে। এরপর শিবপুর থানার সহযোগিতায় এদিন ওই এলাকার একটি আবাসনের সামনে রাখা গাড়িতে তল্লাশি চালিয়ে এই তাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। যদিও নগদ এই টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গিয়েছে।