জেলা

হাওড়া যাওয়ার পথে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে রেখেছিল কাঁথি থানার পুলিশ । রাজ্যের বিরোধী দলনেতাকে হাওড়া না যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে একটি চিঠিও পাঠিয়েছিল কাঁথি থানা । যদিও শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখা যায়নি অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দুরকে । ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তারপর সেখান থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি । হাওড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকার রাধামনি মোড়ে পুলিশ তাঁর কনভয় আটকে দেয়। পুলিশকে শুভেন্দু জানান, তিনি কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন। আপাতত তিনি এখন রয়েছেন পূর্ব মেদিনীপুরে । সেখানে ১৪৪ ধারা জারি হয়নি। তাহলে কেন তাঁর কনভয় আটকানো হচ্ছে? এরপরেও পুলিশ রাস্তা ছাড়েনি বলে অভিযোগ । শুরু হয় উত্তপ্ত বাক্য-বিনিময় । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেন বিরোধী দলনেতা ।