জেলা

ভাঙড়ে ফের বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

ফের উত্তপ্ত ভাঙড়। ১৪৪ ধারার তোয়াক্কা না করেই চলে তাণ্ডব। তৃণমূলের অভিযোগ আইএসএফের দিকে। পাল্টা অভিযোগ সেক্যুলার ফ্রন্টের। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। উত্তপ্ত এলাকা নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ। ভাঙড়- ১ ব্লকে মানেই উঠে আসে সওকত মোল্লার নাম। তৃণমূলের (TMC) এই এলাকায় বুধবার ছিল আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন। মনোনয়ন কেন্দ্র- বাসন্তী বিডিও অফিস। সেই সময়েই তাণ্ডব চলে তাণ্ডব। বাসন্তীতে এবং সংলগ্ন হাইরোডে বোমাবাজিও হয়। চলে পাথর বৃষ্টি। খবর করতে গিয়ে আহত হন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। গতকালও ভাঙড় উত্তপ্ত হয়েছিল। পড়েছিল শতাধিক বোমা। চলে গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ‘উত্তপ্ত এলাকা’র রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। নির্দেশ ছিল, জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার যেন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বলা হয়েছিল, পরিস্থিতির মোকাবিলা করতে যেন আরও বাহিনী আনানো হয়।