বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা ভোটগ্রহণ পর্ব। হাইভোল্টেজ এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছেন, সকাল ৭টা থেকে বেলা ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে ১ হাজার ১০০টি স্পর্শকাতর ও ২৮টি অতি স্পর্শকাতর বুথ। ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১৬টি রাজ্য থেকে পুলিশকর্মী আনা হয়েছে। বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র বাহিনী টিএসআর। ত্রিপুরায় মোট ভোটার সংখ্যা প্রায় ২৮ লক্ষ ১৩ হাজার। ২৬৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এবার ভোটে লড়ছেন না বাম জমানায় চারটি টার্মের মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। ভোটের ময়দানে নেই ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নজরকাড়া ও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।