বিদেশ

প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের জীবনাবসান

প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের জীবনাবসান। বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার রোমের ভ্যাটিক্যান সিটিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বর্ষবরণের মুখে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। তাঁর মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাটিক্যান কর্তৃপক্ষ। ভ্য়াটিক্য়ানের মুখপাত্র ওই বিবৃতি পাঠ করেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রাক্তন পোপ বেনেডিক্ট চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভ্যাটিক্যানের ম্যাটের ইসেলেসিয়ে মঠে শনিবার মৃত্যু হয় তাঁর।” উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণেই ২০১৩-য় পোপের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ষোড়শ বেনেডিক্টের। তাঁর জায়গায় দায়িত্ব নেন পোপ ফ্রান্সিস। জীবনের শেষ কটা দিন ভ্যাটিক্যান ছেড়ে বাইরে যাননি তিনি।