বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বাংলা সিনেমা তথা মঞ্চের প্রবাদপ্রতিম শিল্পী দেবরাজ রায়। রাত পোহাতেই বিনোদন দুনিয়ায় আরও এক নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক দেব কুমার বসু। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। শুক্রবার সকালে প্রয়াত পরিচালক দেবকী কুমার বসুর ছেলে দেবকুমার বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকদের আগে যারা বাংলা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন দেবকী বসু৷ বাবার পথ অনুসরণ করেই সিনেমার জগতে এসেছিলেন দেব কুমার বসু৷ তবে বাবার তা মোটেই পছন্দ ছিল না৷ তাই বাংলা ছবি নয় বরং অসমিয়া ছবিতে হাতেখড়ি তাঁর৷ প্রথম ছবি সংগ্রাম দিয়েই চলচ্চিত্রে হাতেখড়ি দেব কুমার বসুর৷ শুরুতেই তা সুপারহিট হয়েছিল৷ নিজের দক্ষতায় রাষ্ট্রপতি পুরস্কারও লাভ করেন পরিচালক৷ বিশেষত, মণিপুরের সিনেমার ইতিহাসে তাঁর নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বিবাহ অভিযান’ তাঁকে পরিচিত করেছিল সকলের কাছে। তাঁর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ শুক্রবার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ অসুস্থতার জেরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, কিন্তু কোনওভাবেই তিনি আর বাড়ি ফিরলেন না৷ তাঁর মৃত্যুশোকে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সিনেমা জগতে৷