অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং অনিনির মধ্যে জাতীয় সড়ক ৩১৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারি বর্ষণে পাহাড়ি জেলার এই সড়কে গতকাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দিবাং উপত্যকা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মহাসড়কটি ভারত-চীন সীমান্ত থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত দিবাং উপত্যকায় রোয়িংকে অনিনির সাথে সংযুক্ত করে। একজন কর্মকর্তা বলেছেন যে মহাসড়ক মেরামতের কাজ যুদ্ধের ভিত্তিতে চলছে এবং জেলা প্রশাসন ক্রমাগত পরিস্থিতি খতিয়ে দেখছে। কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার রাতে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং আনিনির মধ্যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সীমান্ত জেলাটি বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক ধ্রুবজ্যোতি বোরা বলছেন, সড়কে যান চলাচল শুরু হতে কয়েকদিন সময় লাগতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সড়কটি হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া যাবে বলেও জানান তিনি। জেলা প্রশাসন জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।