নিট-নেট বিতর্কের মাঝেই সরিয়ে দেওয়া হল (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) এনটিএ-র ডিরেক্টর সুবোধ কুমারকে ৷ তাঁর জায়গায় আনা হয়েছে প্রদীপ সিং খারোলাকে ৷ ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও এমডি পদে রয়েছেন তিনি ৷ তাঁকেই এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ নিট-নেট পরীক্ষায় চরম বেনিয়মের মধ্যেই শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে ৷ পরীক্ষা স্বচ্ছ, সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। পরীক্ষা প্রক্রিয়ায় সংস্কার, ডেটা নিরাপত্তা প্রোটোকলের উন্নতি এবং এনটিএ-র গঠনের পাশাপাশি কার্যকারিতা সংক্রান্ত সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়। যে কমিটির মাথায় রাখা হয়েছে প্রাক্তন ইসরো কর্তা কে রাধাকৃষ্ণনকে ৷ কমিটিকে দু’মাসের মধ্যে মন্ত্রকের কাছে তাদের রিপোর্ট জমা দিতে হবে ৷ এই কমিটি গঠন হওয়ার পর রাতেই সরিয়ে দেওয়া হল এনটিএ-র ডিরেক্টরকে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যত দিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসছে, ততদিন প্রদীপ খারোলা এনটিএ-র দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, নিট নিয়ে অনিয়মের মধ্যেই নেট পরীক্ষা নিয়েও বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁস এবং বেনিয়মের অভিযোগে এখনও পর্যন্ত সারা দেশে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) আয়োজিত নেট-এর পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। কিন্তু বুধবার তা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই চলতি বছর নেট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।