বিনোদন

মোদি সরকারের বিরোধিতার জের! প্রকাশ রাজকে ইডির-র তলব, দক্ষিণী তারকার মুখে মমতার ‘খেলা হবে’ স্লোগান

 নানা প্রসঙ্গেই মোদি ও তাঁর সরকারের বিরোধিতা করে খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী তারকা প্রকাশ রাজ(P। এরই মাঝে ইডির সমন পেলেন অভিনেতা। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কী মোদিসরকারের বিরোধিতা করেই কোপের মুখে অভিনেতা? যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। তবে অবাক করা পোস্ট করেছেন অভিনেতা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ‘খেলা হবে’। যা মোদি সরকারের বিরোধিতায় প্রায়ই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।প্রকাশের মোদী সরকার বিরোধী পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচনার  শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের পোস্টের সাফাই দিয়ে অপর পোস্ট করলেও, তা নেহাতই ধোপে টেকেনি। কর্ণাটকের বগলকোট জেলায় পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে সমন পাঠাল ইডি। কিন্তু কী কারণে হঠাৎ প্রকাশ রাজকে তলব করল ইডি?  

জানা গিয়েছে যে ১০০ কোটি টাকার পঞ্জি স্কিম মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে প্রকাশ রাজকে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (PMLA)-এর অধীনে ২০ নভেম্বর ত্রিচির একটি অংশীদারি সংস্থার অন্তর্গত সম্পত্তিগলিতে তল্লাশির পরেই প্রকাশ রাজকে সমন পাঠানো হয়েছে। ইডি-র সূত্র মারফত পাওয়া খবর, ‘প্রণব জুয়েলার্স’-এর নামক একটি সংস্থা জাল সোনার বিনিয়োগ প্রকল্প হিসাবে অভিযুক্ত যা এই তদন্তেরই একটি বড় অংশ। অভিনেতা প্রকাশ রাজ ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তল্লাশিতে একাধিক অপরাধমূলক নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়াও প্রায় ১১.৬০ কেজি ওজনের সোনার গয়না সমেত নগদ ২৩.৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে যার কোনও হিসেব মেলেনি।