বিনোদন

‘গেরুয়া পোশাকে ধর্ষণ করা যায়, সিনেমায় নায়িকারা পরলে দোষ!’ পাঠান বিতর্কে কটাক্ষ অভিনেতা প্রকাশ রাজের

বড় পর্দায় ৪ বছর পর কামব্যাক বলিউড বাদশা শাহরুখ খান। পাঠানের হাত ধরেই দর্শকের দরবারে ফিরছেন কিং খান। কিন্তু, ছবি মুক্তির আগেই চরম বিতর্কে জড়িয়েছে এই ছবি। সিনেমায় শাহরুখের নায়িকা দীপকা পাডুকোনের গেরুয়া মনোকিনি পরাতেই ঘটেছে বিপত্তি। এই রং সনাতন ধর্মে বিশ্বাসীদের ভাবনায় আঘাত করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, পাঠানের প্রথম গান বেশরম রং-এ শাহরুখ-দীপিকার বোল্ড দৃশ্যের জন্য মধ্যপ্রদেশের হিন্দু ও মুসলিম সংগঠন এবং নেটিজেনদের একাংশ ছবিকে বয়কটের দাবিতে সরব হয়েছে। পাঠান নিয়ে যখন বিভিন্ন চর্চা তুঙ্গে তখন দীপিকার পাশে দাড়িয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। টুইটারে এই বিতর্ককে উসকে দিয়ে অভিনেতা লিখেছেন, গেরুয়া পোশাক পরে ধর্ষণ করতে আপত্তি নেই, সিনেমায় পরলেই যত দোষ। টুইটে এই প্রসঙ্গে আরও মন্তব্য করেছেন, “আমি শুধু জানতে চাই যে গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি তোলা হয় না, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই রংয়ের পোশাক পরে ঘৃণ্য বক্তৃতা দিতে পারে। স্বামীজি এই একই রংয়ের পোশাক পরে ধর্ষণ করে। সেই সময় প্রতিবাদ হয় না। শুধু সিনেমায় গেরুয়া রংয়ের ড্রেস পরলেই সমস্যার সূত্রপাত?” প্রকাশ রাজ ছাড়াও বলিউডের একাংশ পাঠান বিতর্কে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।