কলকাতা

প্রসন্ন রায়কে ৭ দিনের ইডি হেফাজত

আজ সকালে সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে ব্যবসায়ী প্রসন্ন রায়কে তলব করা হয়েছিল। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন সহ একাধিক অভিযোগ ছিল প্রসন্ন রায়ের বিরুদ্ধে। এরপরই গ্রেফতার করা হয় ব্যবসায়ী প্রসন্ন রায়কে। আজ মঙ্গল বার প্রসন্ন রায়কে নগর দায়রা আদালতে পেশ করল ইডি। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ী প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। কিছুদিন আগে সুপ্রিমকোর্ট থেকে জামিনে ছাড়া পান তিনি। মামলা চলাকালীন প্রসন্ন রায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, প্রসন্ন একজন ব্যবসায়ী এবং তিনি ইনকাম ট্যাক্স জমা দেন ৮ থেকে ১০ কোটি টাকা। প্রসন্নর ৫০ টিরও বেশি কোম্পানি আছে। ইডি যে টাকার কথা বলছে সেটার থেকেও একজনের ফান্ডামেন্টাল রাইট গুরুত্ত্বপূর্ণ। এবং জামিনের আবেদন করে তারা। পরবর্তীতে জামিনের বিরোধিতা করে ইডির তরফে বলা হয়েছে, নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলালায় গ্রেফতার প্রসন্ন। ইডির দাবি, ৯০ টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল তার থেকে। যার ডিরেক্টর প্রসন্নর পরিবারের সদস‍্য।