কলকাতা

কলকাতায় প্রশান্ত কিশোর, জল্পনা তুঙ্গে!

লোকসভার নির্বাচনের আগে ফের শুরু হল গুঞ্জন। শুক্রবার কলকাতায় প্রশান্ত কিশোর এসেছেন বলে জানা গিয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন কিনা এ ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই এখনও। জানা গিয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) সঙ্গে বৈঠক করার ব্যাপারে কলকাতায় এসেছেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য, এই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের নিয়ন্ত্রক ছিলেন প্রশান্ত। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচার কর্মসূচির দায়িত্বে ছিলেন প্রশান্ত এবং তাঁর টিম। ফের লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের সহায়তা নেবে রাজ্যের শাসক দল, তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, আই প্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে ভোট প্রচার এবং ডিজিটাল প্রচারের ব্যাপারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত আই প্যাক তৃণমূল কংগ্রেসকে এ ব্যাপারে সহায়তা করবে বলে তৃণমূল সূত্রে খবর। যদিও, গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভের পর আই প্যাক কোম্পানির কর্মকাণ্ড থেকে বেরিয়ে যান প্রশান্ত।