দেশ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর

ইস্তফা দিলেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, “আপনি জানেন, আমি এই ভূমিকা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ তাই আপনার মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারব না ৷ ভবিষ্যতে আমি কী করব, তা নিয়ে আমায় পরিকল্পনা করতে হবে, তাই আপনাকে অনুরোধ করছি আমায় এই দায়িত্বভার থেকে মুক্তি দিন ৷ আমায় এই পদে নির্বাচিত করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ ৷” ২০২২-এ পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁকে মুখ্য উপদেষ্টার পদে নিয়োগ করেন ৷