বিনোদন

এবার প্রভাসের হৃদয় চেনার পালা

এতদিন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে অ্যাকশন ছবিতে শত্রুদের সঙ্গে লড়াই করতে দেখেছেন দর্শক। যে দর্শক এতদিন প্রভাসের ডায়লগ আর অ্যাকশন দেখে মজে ছিলেন, এবার তাঁদের জন্য ভালবাসার উপহার, তাও আবার ভালবাসার দিনেই। শুধুমাত্র ভিলেনকে কুপোকাত নয়, এই প্রভাস প্রেমও করতে পারেন চুটিয়ে। এবার প্রভাসের হৃদয় থাকা প্রেমিক মানুষটাকে চিনতে পারবে দর্শক। সৌজন্যে রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবি ‘রাধে শ্যাম’। শনিবার সামনে এল বহু প্রতীক্ষীত রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’-র প্রি-টিজার। তাঁকে যে চেনা এখনও অনেকটা বাকি, তা প্রি-টিজারের পরতে পরতে বুঝিয়েছেন ছবির পরিচালক। প্রি-টিজার শুরু হয়েছে ২০১৫-তে মুক্তি পাওয়া এস এস রাজামৌলির এপিক ছবি ‘বাহুবলি’ দিয়ে। তারপরেই দেখা যায় ‘সাহো’র প্রভাসকে। এরপরেই দেখা গেল বরফের রাস্তা দিয়ে হ্যান্ডসাম হাঙ্ক প্রভাস দুষ্টু হাসি মুখে হেঁটে যাচ্ছেন। এবার ভালবাসার দিনে দক্ষিণী সুপারস্টার প্রভাস আসতে চলেছেন নয়া অবতারে। কয়েক সেকেন্ডের এই প্রি-টিজার ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ১৪ ফেব্রুয়ারি সামনে আসবে ছবির টিজার। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে, কুনাল রয় কাপুর, ভাগ্যশ্রী। চারটি ভাষায় মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। ছবি প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, ভামসি প্রমোদ। সংগীত পরিচালনায় রয়েছেন মিঠুন।