২০২৪ লোকসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নানা রাজনৈতিক দল। এবার প্রশাসনিক স্তরেও প্রস্তুতি শুরু হল। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। একপ্রকার বলা যেতে পারে, ২০২৪ লোকসভা নির্বাচনের বাদ্যি বেজেই উঠল। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ অগস্ট এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন উপনির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার নীতিন ব্যাস থাকবেন এই বৈঠকে। সবমিলিয়ে কমিশনের ৮জন কর্তা এই বৈঠকে থাকবেন। ১৯ অগাস্ট বৈঠকের আগে বৃহস্পতিবার একদফায় বৈঠক সারা হয়েছে। ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবারের বৈঠকে জেলাশাসকদের সঙ্গে আলোচনা সেরেছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা নির্বাচনের তারিখ এখনও স্থির হয়নি।মূলত জেলাশাসকদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।