দেশ

সংসদের যৌথ অধিবেশনে কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বৃহস্পতিবার আম আদমি পার্টির সংসদ বয়কটের মধ্যেই অষ্টাদশ লোকসভার প্রাক্কালে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উভয় কক্ষে ভাষণের সময় অসম প্রসঙ্গ তুললেও, অগ্নিগর্ভ মণিপুর নিয়ে চুপই রইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের উভয় কক্ষে তাঁর ভাষণ উপস্থাপন দেন বৃহস্পতিবার। লোকসভ এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন। যথারীতি ভাষণে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যে ভূয়সী প্রশংসা ও স্তূতিবাক্য ফুটে ওঠে তাঁর বক্তব্যে। অসম প্রসঙ্গ তুললেও এদিন মণিপুর ইস্যু তুললেনই না রাষ্ট্রপতি। এদিন তিনি বলেন, “ভারত উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি-উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে। বুলেট ট্রেনের করিডরের জন্য কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের বিকাশের জন্য চার গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের বিকাশ হয়েছে। অসমে সেমি কন্ডাক্টর কারখানা তৈরি হচ্ছে। উত্তর-পূর্বে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।” অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা। ১ জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। CAA-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণে প্রশ্ন ফাঁসের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সরকার প্রশ্ন ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এ বিষয়ে দেশব্যাপী দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”