কমনওয়েলথ গেমসে ভারতকে তিন নম্বর সোনা এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি ৷ ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে তিন রাউন্ডে মোট ৩১৩ কিলো ওজন তুলে রেকর্ড গড়েছেন তিনি ৷ বাংলার ছেলের এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা দেশ ৷ আর এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অচিন্ত্যকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, ‘‘অচিন্ত্য শিউলি কমনওয়েলথের মঞ্চে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন এবং তেরঙ্গাকে শিখরে উড়িয়েছেন ৷ আপনি বিফলতার গ্লানি ভুলে, সাফল্যের সারিতে ফিরে এসেছেন ৷ আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন, যিনি ইতিহাস তৈরি করেছেন ৷ আপনাকে অন্তর থেকে অভিনন্দন ৷’’ তবে, শুধু রাষ্ট্রপতি নন ৷
প্রধানমন্ত্রীও অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘কমনওয়েলথ গেমসে প্রভিবান অচিন্ত্য শিউলির সোনা জয়ের খবরে আমি উচ্ছ্বসিত ৷ তিনি পরিচিত তাঁর শান্ত এবং ধৈর্যশীল স্বভাবের জন্য৷ এই বিশেষ সাফল্য অর্জনের জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার ছেলের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বসিত হয়ে পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আজ সত্যিই আমাদের গর্ব করার দিন ৷ পশ্চিমবঙ্গের তরুণ অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতেছেন ৷ হৃদয়ের অন্তর থেকে তাঁকে অভিনন্দন ৷ আপনার সাফল্যে দেশের অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে ৷ আপনার ভবিষ্যৎ লক্ষ্যের জন্য অনেক শুভেচ্ছা ৷’’