ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রঁ। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ হয়। প্রধান প্রতিদ্বন্ধী মেরিন লা পেন-কে হারিয়ে ফের একবার গদি পেলেন ম্যাক্রঁ। জনপ্রিয় নেতাই দেশের দায়িত্বভার ফের সামলাতে চলেছেন। জানা গিয়েছে, প্রায় ৫৮শতাংশ জনমত নিয়েই দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রঁ। অন্যদিকে, লা পেন পেয়েছেন ৪২শতাংশ ভোট। টাওয়ারের নীচে হাজির জনতা একে অপরকে জড়িয়ে ধরে ম্যাক্রঁর দ্বিতীয়বারের সাফল্যকে স্বাগত জানান। নির্বাচনকে পাখির চোখ করে লাগাতার প্রচারের সঙ্গে ভোটারদের মন জয়ের চেষ্টায় কোনও কসুর করেননি ম্যাক্রঁ। তবে সমানে সমানে টক্কর দিয়েছিলেন ডানপন্থী প্রার্থী মেরিন লা পেনও। ম্যাঁক্রকে উদ্ধত ও ধনীদের প্রেসিডেন্ট বলে চর্চাও শুরু হয়েছিল। তবে শেষ হাসি হাসলেন তিনিই। চরম ডানপন্থী নেতা জয়ী না হওয়ায় স্বস্তির ঢেউ বয়ে গিয়েছে গোটা ইউরোপের ওপর দিয়েও। আগামী পাঁচ বছর প্রেসিডেন্টের চেয়ারে থাকবেন ৪৪ বছর বয়সি লা রিপাবলিক এন মার্চের প্রতিষ্ঠাতা৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ম্যাক্রোঁকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022